Momin joti বায়োডাটা তৈরি করার জন্য কোন চার্জ নেয় না।
আপনি যদি একজন দ্বীনদার ভাই বা বোন হয়ে থাকেন তাহলে আপনি এখানে বায়োডাটা তৈরি করতে পারবেন। দ্বীনদার অর্থাৎ ৫ ওয়াক্ত নামাযী। ভাইদের জন্য সুন্নাতি দাড়ি, টাখনুর উপরে কাপড় পড়া এবং হারাম ইনকামের সাথে জড়িত না থাকা। বোনদের জন্য নিকাবসহ পর্দা করা।
আপনার যদি কোন বায়োডাটা পছন্দ হয় তাহলে আপনি যোগাযোগ বাটনে ক্লিক করবেন। এরপর পেমেন্ট করে অভিভাবকের নাম্বারের জন্য রিকুয়েস্ট করবেন। সাধারনত ২৪ ঘন্টার মধ্যে আমরা ইনফো দেয়ার চেষ্টা করি। ভিডিও টিউটোরিয়াল
জ্বি ইন শা আল্লাহ্। আপনি বায়োডাটা তৈরি করে ফেলুন।
উপরে ডান দিক থেকে "আমার বায়োডাটা"> সেটিংস> একাউন্ট ডিলিট>হাইড/তথ্য ডিলিট হাইড করলে পরবর্তীতে চাইলে আবার বায়ো পাবলিকলি শো করতে পারবেন। ডিলিট হলে এটা পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে।
আমরা আসলে আশা করি সবাই আল্লাহ্কে ভয় করে সত্য তথ্যটাই দিবে। সব মিথ্যা আসলে বুঝা সম্ভব নয়। তবে যথাসম্ভব খোঁজখবর নিতে হবে।