Logo

পরবর্তী ধাপ:

অবশ্যই আসল জন্মসন দিবেন। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কমানো/অসত্য বয়স দেয়া হলে এপ্রুভ করা হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, বিষয়, পাসের সন সহ বিস্তারিত লিখবেন। কিছু না থাকলে ঘরটি ফাঁকা রাখবেন

আপনার কোনো পদবী না থাকলে ঘরটি ফাঁকা রাখুন। থাকলে এক বা একাধিক নির্বাচন করতে পারবেন।

শুধুমাত্র কর্তৃপক্ষের জন্য

শুধু 'চাকরিজীবী' বা 'ব্যবসায়ী' এভাবে লিখবেন না। চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের ধরণ এবং পদবী, আর ব্যবসায়ী হলে কী ধরণের ব্যবসা করেন/করতেন ইত্যাদি বিস্তারিত লিখবেন।

শুধুমাত্র কর্তৃপক্ষের জন্য

শুধুমাত্র কর্তৃপক্ষের জন্য

শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা এবং পেশা লিখবেন। একাধিক ভাই থাকলে কমা দিয়ে নিচের লাইনে লিখবেন।

শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা এবং পেশা লিখবেন। একাধিক ভাই থাকলে কমা দিয়ে নিচের লাইনে লিখবেন।

বিস্তারিত উল্লেখ করবেন যেমনঃ বসত বাড়ি (ভাড়া নাকি নিজস্ব), জমি বা পারিবারিক ব্যবসা থাকলে তার বিবরণ ইত্যাদি। কুফু মেলাতে অনেকেই এটিকে গুরুত্বপূর্ণ মনে করে।

আপনার পরিবারের সদস্যগণের দ্বীন পালন এবং মাহরাম নন-মাহরাম মেনে চলার বিষয়ে লিখবেন।

পাত্রীর ক্ষেত্রে এভাবে লিখতে পারেন- "কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি" অথবা "বোরকা ও হিজাব পরি, নিকাব পরি না" অথবা "হিজাবের সাথে মাস্ক পরি, নিকাব পরা হয় না" অথবা "সালোয়ার কামিজ পরি, নিকাব পরা হয় না

কত বছর যাবৎ দাড়ি রেখেছেন তা স্পষ্ট করে লিখুন। আপনার যদি বায়োলজিক্যাল কারণে দাড়ি কম উঠে, তাও উল্লেখ করতে হবে।

"হ্যাঁ" অথবা "না" দিয়ে স্পষ্ট করে উত্তর লিখুন। কত বছর যাবৎ পাঁচ ওয়াক্ত নামায পড়ছেন, তা অবশ্যই উল্লেখ করতে হবে।

যেমনঃ তাবলীগ ইত্যাদি।

উদাহরণঃ আপনি নওমুসলিম হলে, নওমুসলিম ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনি তাবলীগের সাথে যুক্ত থাকলে, তাবলীগ ক্যাটাগরি সিলেক্ট করুন। এভাবে উল্লিখিত এক বা একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন।

যত বিস্তারিত লিখবেন, অপরপক্ষের জন্য আপনার সম্পর্কে জানা সহজ হবে এবং প্রস্তাব পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

বায়োডাটা ভেরিফিকেশনের জন্য পাত্রের ব্যক্তিগত মোবাইল নাম্বার নেয়া হচ্ছে। এটি কর্তৃপক্ষ ব্যতীত কারো কাছে প্রকাশ করা হবে না।

পাসপোর্ট সাইজ বা এডিট করা বা দূর থেকে তোলা ছবি গ্রহণযোগ্য নয়। ছবিটি নেয়া হচ্ছে শুধুমাত্র আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। আপনার ছবি মুমিন জুটি কর্তৃপক্ষ ব্যতীত অন্য কারো কাছে প্রকাশ করা হবে না।

আপনার কর্মস্থল কোথায়, আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনার উপার্জন হালাল কি না ইত্যাদি লিখতে পারেন।

18 60

যে কোনো' বা 'মানানসই' এই শব্দ দুইটি লিখা যাবে না। এখানে নিজের মত লিখতে পারবেন পাশাপাশি একাধিক সিলেক্ট করতে পারবেন।

যে কোনো' বা 'মানানসই' এই শব্দ দুইটি লিখা যাবে না।

যে কোনো জেলা' লিখবেন না। পরিবারের সাথে পরামর্শ করে নির্দিষ্ট জেলাগুলো উল্লেখ করুন।

যে কোনো' বা 'মানানসই' বা 'যে কোনো হালাল পেশা' এই বাক্যগুলো লিখা যাবে না।

যে কোনো' না লিখে নির্দিষ্টভাবে লিখুন

আপনার প্রত্যাশা বিস্তারিত লিখতে পারেন। কোন বিশেষ শর্ত থাকলে উল্লেখ করতে পারেন।

পূর্ণ নাম লিখুন

কেউ আপনার অভিভাবকের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারটি দেয়া হবে। এই নাম্বারে কল দিয়ে ভেরিফাই করার পর বায়োডাটা এপ্রুভ করা হবে। এখানে বন্ধু, কলিগ, কাজিন বা পাত্রপাত্রীর নিজের নাম্বার লিখলে বায়োডাটা স্থায়ীভাবে ব্যান করা হবে।

উক্ত অভিভাবক আপনার সম্পর্কে কি হয় তা লিখুন। যেমনঃ বাবা।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে, সম্ভব হলে অভিভাবকের মেইল এড্রেস লিখুন।